শেষ আপডেট: 27th August 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নপূরণ হল তাঁত শিল্পী জগবন্ধু দালালের (Weavers dream came true after giving saree to CM)। সুতো দিয়ে নিখুঁত ভাবে শাড়ির উপর তিনি ফুটিয়ে তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ছবি এবং সেই সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্পের নাম। টানা একমাসের নিরলস পরিশ্রমে তিনি তৈরি করেছিলেন এই শাড়ি। তবে তা বিক্রির কথা ভাবেনি জগবন্ধু। স্বপ্ন ছিল নিজের হাতে বোনা শাড়িটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার।
শাড়ি হাতে নিয়ে জগবন্ধুর কথা শোনেন মুখ্যমন্ত্রী, শোনেন কাটোয়া-২ ব্লকের মুস্থূলি গ্রামের তাঁত শিল্প ও তাঁতিদের কথা। জানেন কী ভাবে চলছে তাদের তাঁতের কাজ। এরপর নিজে দেখেন জগবন্ধুর হাতে বোনা শাড়িটি। শাড়ি হাতে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, জগবন্ধুর দেওয়া উপহার তাঁতের শোরুমে সুসজ্জিত হয়ে থাকবে।
আরও পড়ুন: ইসরো কি জানে দুর্গাপুরেও তৈরি হচ্ছে এক চন্দ্রযান, ভিড় সামলাতে পুলিশ নামাতে হল সেখানে