দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের যেন শেষ নেই। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ ঘণীভূত হয়েই চলেছে। আজ একটা, তো কাল আরও একটার সম্ভাবনা প্রবল হচ্ছে।
উত্তর বঙ্গোপসাগরে কয়েকদিন ধরেই নিম্নচাপ জোরালো হচ্ছিল। তার জেরে মঙ্গলবার থেকেই হাল্কা-মাঝারি বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় বঙ্গে। আকাশ মেঘলা, মাঝে মাঝেই ঝেঁপে বৃষ্টি আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে আরও একটি নিম্নচাপ জট পাকাতে শুরু করেছে। ক্রমশই ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপের চেহারা নিতে চলেছে। তবে এই নিম্নচাপেই রেহাই নেই। এর রেশ থাকতে থাকতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জন্ম হবে। এই জোড়া ধাক্কায় প্রবল বর্ষা আসবে গাঙ্গেয় বঙ্গে। টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের যা মতিগতি তাতে অনুমান করা হচ্ছে আগামী ২৫ অগস্ট অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সুন্দরবন-সহ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র সৈকতগুলিতেও জারি হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে ট্রলার নিয়ে যেতে মানা করে দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, ওড়িশার উত্তর উপকূলে এখন যে নিম্নচাপ ঘণীভূত হচ্ছে তার প্রভাব বেশ ভাল রকমই পড়বে। কলকাতায় তার আঁচ পাওয়া গেছে এর মধ্যেই। কাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে। আজ সকালেও ছিল আকাশের মুখ ভার ছিল। ঝিরিঝিরি বৃষ্টি চলেছে একটানা। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা তো বটেই আজ থেকেই জোরালো বৃষ্টি শুরু হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে একটানা বৃষ্টি শুরু হয়ে যাবে দুই মেদিনীপুর, বর্ধমান ও বাঁকুড়ে জেলায়।
দক্ষিণ বঙ্গোপসাগরেও একটা নিম্নচাপ দানা বেঁধেছে কয়েকদিন ধরেই। আবহাওয়াবিদরা বলছেন, ক্রমশই সেটা পশ্চিম দিকে সরছে। এরও একটা জোরালো প্রভাব দেখা যেতে পারে। আগামী ২৩ অগস্ট নাগাদ এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজও সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।