শেষ আপডেট: 20th April 2024 09:38
দ্য ওয়াল ব্যুরো: লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ! সকাল ৯টাতেই অনুভূত হচ্ছে বেলা ১২টার গরম। গত কয়েকদিন ধরেই বাংলাজুড়ে চলছে তাপপ্রবাহ। শনিবার তা আরও বাড়বে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ পারদ ৪০ ডিগ্রি অতিক্রম করেছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও সম্ভাবনা নেই। পরিবর্তে আগামী সোমবার পর্যন্ত ১৫ জেলায় তাপপ্রবাহ বইতে পারে। ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রি। বাঁকুড়া, মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ৪৪ ডিগ্রি অতিক্রম করতে পারে। গরমের দাপট থাকবে মালদহ, দুই দিনাজপুরে। উত্তরের বাকি পাঁচ জেলায় অবশ্য বৃষ্টির সম্ভাবনা শুনিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আরও দুই থেকে তিন দিন হাড়জ্বালানো গরম থাকবে। শনি ও রবিবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ার দাপটে চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ শুরু হবে। সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে মঙ্গলবার পর্যন্ত।
আপাতত মঙ্গলবার অবধি অগ্নিবাণ ফালাফালা করবে বঙ্গবাসীকে। তারপর থেকে আবহাওয়ার অল্পস্বল্প বদল আসতে পারে। আলিপুর জানিয়েছে, সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তে যে জলীয় বাষ্প ঢুকবে তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে।
এর থেকেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি নামতে পারে বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণ যখন পুড়ছে, তখন উত্তরে আবহাওয়া অনেক আরামদায়ক। পাহাড়ি পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে সমতলের দিকের মালদহ ও দিনাজপুরে চরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আরও কয়েকদিন।