শেষ আপডেট: 26th April 2022 11:42
দ্য ওয়াল ব্যুরো: গরমের দাপটে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের (Weather Update)। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণের বেশ কিছু জেলায় লু বইছে। আবহাওয়া নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পারতপক্ষে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এর মাঝেই আবার হাওয়া বদলের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: তাপপ্রবাহে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন, দিল একগুচ্ছ পরামর্শও
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতরের (Weather Update) তরফে জানানো হয়েছে আরও দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বৃষ্টির জন্য শুক্রবারের পরেও আরও দিন দুয়েক অপেক্ষা করতে হবে। আগামী সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দার্জিলিং সহ উপরের দিকের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে তারপরেও।
শুনুন কী বলছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়:
এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের তেজ অনেক বেশি থাকবে বলে পূর্বাভাস। আগামী ২ দিন সেখানে লু বইবে। তাপমাত্রাও ৪০-৪১ ডিগ্রি, কোথাও কোথাও তারও বেশি।
প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস করছেন বাংলার মানুষ তখন বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের যে কোনও পূর্বাভাসই স্বস্তির। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায় তাই বৃষ্টির আশায় দিন গুনতে শুরু করলেন সকলে। এখন দেখার আলিপুরের এই পূর্বাভাস মেলে কিনা।