শেষ আপডেট: 21 May 2023 01:06
দ্য ওয়াল ব্যুরো: এবারে বর্ষা দেরিতে আসবে, সেই খবর আগেই দিয়েছিল হাওয়া অফিস। তবে মৌসুমী বায়ুর বাংলায় আসতে দেরি হলেও আপাতত রাজ্যজুড়েই চলবে ঝড়বৃষ্টি, যার পরিমাণ মঙ্গলবার থেকে বাড়বে (rain from Tuesday) ক্রমশ, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর (Weather update 21 may)।
মৌসম ভবন সূত্রের খবর, রবিবার দিনভর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায়। এদিন তিলোত্তমায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এদিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে রবিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে (Heatwave prediction)। রবি ও সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার থেকে রাজ্যজুড়েই বদলাবে আবহাওয়া। সেদিন থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ঝড় এবং বৃষ্টি দুইই বাড়বে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে তো বটেই, সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
মঙ্গল এবং বুধবার বৃষ্টিতে ভিজবে কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি। সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতেও। শিলাবৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মালদহ এবং এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এই তিনটি জেলাতেও।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবি এবং সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ।
সৌদির প্রথম মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন এই তরুণী, রয়েছেন আরবের আরও ১ জন