শেষ আপডেট: 29th June 2023 14:14
দ্য ওয়াল ব্যুরো: বুধবারই আভাস মিলেছিল। বৃহস্পতিবার সেটাই সত্যি হল। মিনাখাঁর তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। মক্কা থেকে মিনাখাঁয় মনোনয় জমা দেওয়ার ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের জল গড়িয়েছিল হাইকোর্টেও। কীভাবে তিনি মক্কায় বসে পঞ্চায়েতে মনোনয়ন জমা দিলেন, সেই নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল কমিশন। অবশেষে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলই করে দিল কমিশন।
মিনাখাঁর কুমারজোলর এলাকার তৃণমূল কর্মী হজ করতে মক্কায় গিয়েছেন গত ৪ জুন। তারপরই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দেয় কমিশন। সেই তৃণমূল কর্মীকেই আবার পঞ্চায়েতে প্রার্থী করে শাসক দল। প্রার্থী হওয়ার পরই মনোনয়ন জমা দেন ওই তৃণমূল কর্মী।
তবে এই মনোনয়ন জমা করাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়। মক্কায় বসে কীভাবে মিনাখাঁর বিডিও অফিসে মনোয়ন জমা দিলেন ওই প্রার্থী, প্রশ্ন তোলেন বিরোধীরা। এমনকী হাইকোর্টে মামলাও হয়।
আদালতে কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশন জানিয়েছিল, বাইরে থেকেও মনোনয়নপত্র দাখিল করা যায়। কিন্তু মনোনয়নের পরে স্ক্রুটিনির সময়ে সশরীরে পৌঁছে যে সই করতে হয় সেটা কীভাবে হল? তারপরই কমিশন সেই মনোনয়ন বাতিলের ভাবনা চিন্তা শুরু করে। হাইকোর্টে বুধবার জানায়ও বিষয়টি।
১২ বছরে প্রথম বিয়ে, ‘স্বামী’কে না জানিয়ে ১৬ বছরে আবার বিয়ে, নাবালিকার দিদিমার বিরুদ্ধে নালিশ