শেষ আপডেট: 16 December 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো: প্রায় প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। আর এই অভিযোগের জেরে অস্বস্তিতে পড়তে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। তাই এবারে অত্যাধুনিক পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। প্রশ্নপত্রের মধ্যে লুকিয়ে থাকা সিরিয়াল নম্বরই বলে দেবে ওই প্রশ্নপত্র কাকে দেওয়া হয়েছে। আর এর ফলে ওই পরীক্ষার্থীকে খুব সহজেই চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে পর্ষদ। বোর্ডের এহেন অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল।
আগামী ২ ফ্রেবুয়ারী থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে শুক্রবার জলপাইগুড়িতে এসেছিলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন বিকেলে জলপাইগুড়ি জেলাশাসকের কনফারেন্স হলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবারই প্রথম প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া শুরু হচ্ছে। যার ফলে প্রশ্নপত্রর ছবি যদি পরীক্ষা শেষ হওয়ার আগে বাইরে আসে তাহলে এরিক্সা ম্যাপের সাহায্যে দ্রুত চিহ্নিত করা যাবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াসিসিটিভি, সীমানা প্রাচীর নেই, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা প্রশস্ত নয় এমন কোনোও কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়ছেন পর্ষদ সভাপতি।
পরীক্ষার্থীকে সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। সেই সিরিয়াল নম্বর একটি আলাদা শীটে লিখে সই করিয়ে নেবেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা। আর এর ফলে ফাঁস হওয়া প্রশ্নের ছবি দেখে সহজেই চিহ্নিত করা যাবে বলে মত পর্ষদের।
এদিন পর্ষদ সভাপতি আসন্ন মাধ্যমিক পরীক্ষার বিষয়ে বোর্ড নতুন কি কি নিয়ম আনলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পরীক্ষার্থীদের অনিয়ম রুখতে বোর্ড আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে এদিন তিনি পরিষ্কার জানিয়ে দেন। একইসঙ্গে গতবারের মতো এবারেও হাতির করিডরে থাকা চা বাগান ও বনবস্তির পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষার পর তাদের নিয়ে আসার জন্য বিশেষ ব্যাবস্থা থাকছে বলে জানিয়েছেন তিনি।