শেষ আপডেট: 22nd September 2022 07:25
দ্য ওয়াল ব্যুরো: সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) দেওয়া নিয়ে হাইকোর্টের(Calcutta High Court) রায়ে পুনর্বিবেচনার আর্জি খারিজ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ জানিয়ে দেয়, পুরনো রায়ই বহাল থাকবে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে আগেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। ফলে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তাহলে কর্মচারীদেরও পক্ষ করতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মহার্ঘ ভাতা নিয়ে ২০ মে আদালত যে নির্দেশ দিয়েছিল সেই রায়ই বহাল থাকবে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, রাজ্য সরকার যে বিষয়গুলি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল, মূল মামলাতে আগেই সেই বিষয়গুলির নিষ্পত্তি হয়ে গিয়েছে। ফলে নতুন করে সেগুলি নিয়ে আবেদনের জায়গা নেই। হাইকোর্ট আরও জানায়, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের প্রাপ্য। তা থেকে তাঁদের বঞ্ছিতকরা যাবে না।
উল্লেখ্য, গত ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল যাতে তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া জন্য। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় সরকার। কিন্তু আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট।
অন্যদিকে, হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটানোয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি। সেই মামলায় কিছু ত্রুটি ধরা পড়েছে বলে জানায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সেই ত্রুটি সংশোধন করে ফের আবেদনের নির্দেশ দিল হাইকোর্ট। ৭ নভেম্বরের মধ্যে আদালত অবমাননা সংক্রান্ত মামলার কপি ত্রুটি শুধরে দায়ের করতে হবে বলেও জানানো হয় ডিভিশন বেঞ্চের তরফে।
হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে রাজ্যের আবেদন খারিজ করল আদালত