শেষ আপডেট: 9th September 2023 12:33
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: ইলিশ (Hilsa প্রেমীদের জন্য দুঃসংবাদ। ইলিশের মরসুম প্রায় শেষের মুখে। গভীর সমুদ্রে ট্রলার দাঁড় করিয়ে জাল ফেলে চলছিল ইলিশ ধরার কাজ। তখনই বিদেশি জাহাজের ধাক্কায় উল্টে গেল ট্রলার।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্র তট থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে। দুর্ঘটনার সময় কাছাকাছি ছিল আরও দুটি ট্রলার। তারাই দ্রুত দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে সমুদ্র থেকে উদ্ধার করেন। মৎস্যজীবীরা সকলেই সুস্থ রয়েছেন।
উদ্ধার হওয়া ওই মৎস্যজীবীদের নিয়ে শনিবার গভীর সমুদ্র থেকে কাকদ্বীপ ঘাটের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী ট্রলার। ডুবে যাওয়া ট্রলারটিকেও উদ্ধার করা হয়েছে।
ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, ট্রলারের কোনও দোষ ছিল না। বিদেশি জাহাজ দিকভ্রষ্ট হয়ে গভীর রাতে ট্রলারে ধাক্কা মারে। তারই জেরে বিপত্তি। দুর্ঘটনার জেরে প্রায় ১ টন ইলিশ নষ্ট হয়ে গিয়েছে।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার নৈনানের গাজীপুর থেকে এফ বি রাজেশ্বরী নামের একটি ফিশিং ট্রলার বেরয়। তাতে ছিলেন ১৬জন মৎস্যজীবী। ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারটি। দুর্ঘটনার জেরে বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবী থেকে ট্রলার মালিক সকলেই। এদিকে ১ টন ইলিশ নষ্ট হয়ে যাওয়ায় এবারে বাংলায় ইলিশের ঘাটতি মিটবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জেলে বসেই সেনকো গোল্ডে ডাকাতির ছক, ঝাড়খণ্ডের দুষ্কৃতীকে জেরায় মিলল এমন তথ্য