শেষ আপডেট: 11th September 2023 14:10
দ্য ওয়াল ব্যুরো,নদিয়া: নাকাশিপাড়ার পুকুর থেকে উদ্ধার হওয়া তিনটি বিষ্ণুমূর্তিই প্রায় হাজার বছরের প্রাচীন বলে জানালেন বিশেষজ্ঞরা (Vishnu Idol Found)। তাঁদের অনুমান, দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের এই তিনটি বিষ্ণুমূর্তি পাল যুগের শেষের নিদর্শন। বহু কোটি টাকা মূল্যের এই মূর্তিগুলি কলকাতার স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে রাখার সিদ্ধান্ত হয়েছে।
১৪ মার্চ নাকাশিপাড়া থানার (Nakashipara) গাছা বেজপাড়া এলাকায় এক ব্যক্তির পুকুর খনন করার সময় মাটির নীচ থেকে তিনটি পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই মানুষের ভিড় ভেঙে পড়ে সেখানে। আবেগের বশে মূর্তিগুলি পুজো করতে দেওয়ার দাবি জানাতে থাকেন এলাকার মানুষ। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মূর্তিগুলি নাকাশিপাড়া থানায় নিয়ে আসে। সেই থেকে থানাতেই ছিল এই দুষ্প্রাপ্য় বিষ্ণুমূর্তি।
তিনি জানান, এই মূর্তির দু পাশে লক্ষ্মী-সরস্বতী আছে। মাথার উপর গরুড় রয়েছে। মূর্তিগুলি যেহেতু অবিকৃত রয়েছে, তাই এর মূল্য আরও বেশি।
তাঁর কথায়, “এই মূর্তিগুলির যেহেতু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তাই ঘুরপথে যাতে বিদেশে না চলে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই এর সংরক্ষণ অত্যন্ত জরুরি।”
আরও পড়ুন: জাতীয় সড়কে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি! খুন নিয়ে ধোঁয়াশা কোচবিহারে