শেষ আপডেট: 14th September 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাঘের আতঙ্কে তটস্থ উত্তর ২৪ পরগণার বনগাঁর ঘাটবাড় পঞ্চায়েতের রামচন্দ্রপুরের আমবাগান এলাকা (Villagers in fear of tigers at Bangaon)। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরেই বাংলাদেশের সীমান্ত।
গ্রামের বাসিন্দা অশোক সরকার বলেন, “চিতাবাঘ নাকি বাঘরোল, রাতের অন্ধকারের ভিডিও দেখে স্পষ্ট করে বুঝতে পারছেন না বন দফতরের কর্মীরাও। ওরা এসে ফুট প্রিন্ট দেখেছেন, তবে গায়ের রঙ দেখে বনকর্মীরাও সন্দেহ প্রকাশ করেছেন যে এটা বাঘরোল নাও হতে পারে। সামনে বাচ্চাদের স্কুল। অনেকে রাতে মাঠে কাজ করতে আসেন। সত্যি যদি বাঘ হয়, তাহলে তো কেলেঙ্কারি ঘটে যাবে। তাই দুর্ঘটনা ঠেকাতে আগাম পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে।”
মঙ্গলবার সন্ধেয় বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন তরুণী বর্ষা সানা। তাঁর কথায়, “ঝোপের মধ্যে কী যেন একটা নড়ে উঠল! টর্চ জ্বালতেই দেখি ডোরাকাটা! চোখ স্থির করে তাকিয়ে আছে! মুহূর্তে গা হাত পা যেন ঠান্ডা হয়ে গিয়েছিল।” বর্ষার মতো মঙ্গলবার রাতে আরও কয়েকজন গ্রামবাসী ডোরাকাটার সাক্ষাত পেয়েছেন! তারপর থেকেই কার্যত নাওয়া খাওয়া উবে গিয়েছে বাসিন্দাদের।
খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশে। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে আসে একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার অন্যতম কর্মকর্তা টুকাই বিশ্বাসের অবশ্য দাবি, “বাঘের মতো দেখতে হলেও এটি বাঘ নয়। এর নাম বাঘরোল। এই প্রাণীটি মানুষের ক্ষতি করে না, এরা শুধুমাত্রই মাছ, ইঁদুর, সাপ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আমরা গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।”
তবে মঙ্গলবার রাতের পর থেকে নতুন করে আর ‘ডোরাকাটা’র দেখা মেলেনি। ফলে যতক্ষণ না নতুন করে ডোরাকাটার দেখা মিলছে, ততক্ষণ বাসিন্দাদের আতঙ্ক সহজে দূর করা যাবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
ফাস্ট ফুডের কারণেই বিজেপি নেতার রহস্যমৃত্যু! মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ আদালতের