শেষ আপডেট: 8th June 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: (Video of Coromandel Express) মাত্র ২৫ সেকেন্ডের একটা ভিডিও। আর তাতেই যেন আর একবার ঠাণ্ডা স্রোত নেমে আসছে শিরদাঁড়া বেয়ে!
প্রবল বেগে ছুটছে ট্রেন। ভেতরে বার্থে যে যার মত চাদর পেতে শুয়ে পড়েছেন। সম্ভবত বাতানুকূল টু-টিয়ার কামরা। রেলের একজন সাফাইকর্মী ওয়াইপার দিয়ে কামরার মেঝেটা পরিষ্কার করছেন। প্রথমে প্যাসেজ। তারপর বার্থের মাঝের অংশে ঢুকে নিয়ে যাচ্ছেন আবর্জনা। আর তখনই একটা প্রচণ্ড ধাতব শব্দ! গোটা কামরাটা তছনছ হয়ে গেল মুহূর্তে, সব ওলটপালট, ক্যামেরা ছিটকে গেল, লহমায় হট্টগোল আর অন্ধকার, তীব্র আর্তনাদ যাত্রীদের…!
বালেশ্বর পেরিয়ে বাহানাগা বাজারের কাছে গত শুক্রবার সন্ধ্যেয় অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস প্রবল বেগে লুপ লাইনের মালগাড়িতে আছড়ে পড়ার ঠিক মুহূর্তে, এক যাত্রীর করা এক ২৫ সেকেন্ডের ভিডিওই নতুন করে তোলপাড় ফেলেছে নেট-মহলে। সেই ভিডিওটি 'শেয়ার' করেছে ওড়িশা টিভি। 'দ্য ওয়াল'-এর তরফে যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঠিক ওই সময়েই উল্টোদিকে ডাউন লাইনে আসছিল বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডল ও মালগাড়ির ধাক্কার অভিঘাতে ছিটকে যায় বেঙ্গালুরু এক্সপ্রেসের পিছনের একাধিক কামরা। মৃতের সংখ্যা এখনও অবধি ২৮৮। তবে বহু মৃতদেহকে এখনও শনাক্ত করা যায়নি।
ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। কিন্তু এখনও বেঁচে ফেরা যাত্রীদের স্মৃতিতে তরতাজা সেই আতঙ্কের রাত। যার একঝলক ইন্টারনেটে ভিডিওয় দেখছে আমজনতা।
তিরুপতি মন্দিরে কৃতিকে জড়িয়ে ধরে চুমু! ‘আদিপুরুষ’ মুক্তির আগে বিতর্ক বাড়ালেন ওম রাউত