শেষ আপডেট: 15th June 2023 08:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দলের তরুণ কর্মীদের ভয় কাটাতে এবার এগিয়ে এলেন সিপিএমের প্রবীণ নেতারা। কেতুগ্রামে হারানো জমি ফিরে পেতেই পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে দেখা গেল কয়েকজন ষাট-সত্তোরোর্ধ বাম নেতাকে। এই ঘটনা ঘিরে এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে।
বুধবার পুলিশি পাহারায় কেতুগ্রাম ১ নম্বর ব্লকে পোঁছে গেছিলেন সিপিএম প্রার্থীরা। কেতুগ্রাম ১ নম্বর ব্লকের ২৪ জন গ্রামপঞ্চায়েতের প্রার্থী সিপিএমের প্রতীকে মনোনয়ন জমা দেন। এঁদের মধ্যে ছজনই প্রবীণ সদস্য।
সত্তরোর্ধ সিপিএম প্রার্থী ফারুক মির্জা বলেন, 'তরুণ প্রজন্মের ভয় কাটাতে দীর্ঘদিন পর ভোটের ময়দানে ফিরে আসতে হয়েছে আমাদের। তরুণরা গণতন্ত্র রক্ষা করতে পারবে, এটা আমাদের বিশ্বাস।'
পুলিশের ঘেরাটোপে বিডিও অফিসে পৌঁছলেও মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের বাধার অভিযোগ আনেন কেতুগ্রাম এরিয়া কমিটি সম্পাদক আনসারুল হক। তিনি বলেন, 'পুলিশ আমাদের পাহারা দিয়ে নিয়ে এসেছে ঠিকই। কিন্তু মনোনয়ন জমা দিতে যে ঘরে ঢুকছি সেখানে বাধা দেওয়া হচ্ছে। বিডিওকে এ বিষয়ে নালিশ করেছি।'
যদিও তৃণমূল নেতা তরুণ মুখোপাধ্যায় জানান, 'কাউকে হুমকি দেখানো হয়নি। ওরা নিজেরাই নিজেদের মধ্যে হুমকি দিচ্ছে। সিপিএম নাটক করছে।'
গত শনিবার বামেদের মনোনয়নকে কেন্দ্র করে কেতুগ্রামে অশান্তি ছড়িয়েছিল। গন্ডগোল পাকানোর জন্য তৃণমূলকে দায়ী করেছিল বামেরা। তারপর গত কয়েকদিনে মনোনয়ন দাখিল করাকে নিয়ে বারে বারে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনেছে সিপিএম। তাই মনোনয়নের শেষ মুহূর্তে এসে বামেদের স্ট্র্যাটেজি বদল করতে দেখা গেল।
মনোনয়ন ঘিরে অশান্ত চোপড়া, গুলিতে জখম বেশ কয়েকজন বাম-কংগ্রেস কর্মী