শেষ আপডেট: 10th September 2023 05:13
দ্য ওয়াল ব্যুরো: ফের মাঝপথে বিভ্রাটের মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সিগন্যাল পয়েন্টে (Signal Problem) ত্রুটির কারণে বর্ধমান স্টেশনে (Bardhaman Station) দাঁড়িয়ে পড়ল এক্সপ্রেস ট্রেন। রবিবার সাতসকালে হাওড়া-বর্ধমানের বিভ্রাটের কারণে প্রায় ৩৫ মিনিটের ওপর স্টেশনে দাঁড়িয়ে থাকল বন্দে ভারত, এমনই খবর মিলেছে।
জানা গেছে, এদিন সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত। ঘড়ির কাঁটায় সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ ট্রেনটি এসে পৌঁছয় বর্ধমান স্টেশনে। সেখানে সিগন্যালে ত্রুটি ধরা পড়ে। তারপরই দীর্ঘ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে বন্দে ভারত।
শনিবার রাত থেকেই সিগন্যাল সমস্যা দেখা দিচ্ছিল হাওড়া-বর্ধমান শাখায়। মধ্যরাত পর্যন্ত সেই সমস্যা মেটানো যায়নি। মেরামতির কাজ করা হয় রাতেও। ভোরের দিকে সমস্যা মিটলে, ফের বন্দে ভারত এক্সপ্রেস সমস্যার মুখে পড়ে।
অন্যদিকে, হাওড়া-ব্যান্ডেল শাখাতেও সিগন্যাল বিভ্রাট দেখা দিয়েছিল। ভদ্রেশ্বর স্টেশনের কাছে এই সমস্যা দেখা যায়। ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। বেশকিছু ট্রেন দেরিতে চলাচল করে।