শেষ আপডেট: 9th October 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: উৎসবের মধ্যে বিস্ফোরণ! দোকান ঘরে বোমা ফেটে মারাত্মকভাবে জখম হল ১০ বছরের ছেলে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পরে সেটি নিষ্ক্রিয় করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরে গোয়ালপোখর থানার গোদাহাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার এলাকার গোদাহাট গ্রামের বাসিন্দা ফিরদৌস নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেখানে প্যান্ডেল তৈরির বাঁশ রাখা ছিল। অভিযোগ, দোকানের একটি শেল্ফে প্লাস্টিকের বস্তায় ওই বোমাগুলি রাখা ছিল।
মঙ্গলবার দুপুরের ওই কিশোর পায়রা ধরতে গেছিল। তখন ওই সে দোকানে ঢোকে। সেই সময় বোমা ফেটে যায়। গুরুতর জখম হয় ওই কিশোর। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এখন বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন রয়েছে সে।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে দেয়। বুধবার সকালে তল্লাশি চালায়। একটি তাজা বোমা উদ্ধার করে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন,দোকানের ভিতরে বস্তায় বোমা ছিল। ছেলেটা জানত না। ও পায়রা ধরতে গেছিল। সেই সময় হঠাৎ করে ফেটে যায়। অভিঘাতে ছেলেটা ছিটকে পড়ে। ওর পায়ে আঘাত লেগেছে।