শেষ আপডেট: 5th September 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হাসপাতালের পাশের পুকুরে মিলল রোগীর দেহ (Dead Patient) । এই ঘটনা ঘিরে মঙ্গলবার শোরগোল পড়ে যায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Uttarpara Hospital)। মৃতের নাম অভয় পাঠক। তিনি হিন্দমোটর ১ নম্বর ওয়ার্ডের বৈদিক পাড়া এলাকার বাসিন্দা।
মৃতের ছেলে প্রদীপ পাঠক বলেন, হাসপাতালে ভর্তি করার ২৪ ঘণ্টার মধ্যেই বাবার দেহ পাশের পুকুরে ভাসতে দেখা গেছে। কীভাবে হাসপাতালের মধ্যে থেকে একজন রোগী বেরিয়ে গেলেন? কীভাবে সকলের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদীপবাবু।
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমি সুপারের সঙ্গে কথা বলেছি। দু'জন রোগী নিখোঁজ ছিলেন। বিষয়টি নিয়ে থানায় নিখোঁজ ডায়রি হয়েছিল। তদন্ত কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে। আমি জেলাস্তরের তিনজন অফিসারকে পাঠিয়ে রিপোর্ট নেব। যদি নিরাপত্তার কোনও গাফিলতি থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।‘
হাসপাতাল থেকে দু’জন রোগী নিখোঁজ হওয়া এবং তাদের মধ্যে একজনের দেহ উদ্ধার হওয়ায় উত্তরপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে। তাদের দাবি কীভাবে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে।
আরও পড়ুন: রাস্তায় ঝগড়া করছিল দম্পতি, পুলিশ থানায় নিয়ে জেরা করতেই শিশু বিক্রির তথ্য ফাঁস