শেষ আপডেট: 1st October 2022 07:04
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে তারিখ বিভ্রাট! গতকাল স্কুল সার্ভিস কমিশন (SSC) বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক (Upper Primary Teacher Recruitment) নিয়োগের জন্য ইন্টারভিউ ও ভেরিফিকেশন শুরু হবে। কিন্তুপার্সোনালিটি টেস্টের জন্য 'ইন্টিমেশন লেটার' ডাউনলোড করার তারিখ এই বিজ্ঞপ্তিতে যা উল্লেখ রয়েছে তা নিয়ে বিভ্রান্ত শুরু হয়। তবে সেই বিভ্রান্তের মুখে ভুল স্বীকার করে নিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশ মতো তাড়াহুড়ো করে বিজ্ঞপ্তি তৈরি করতে গিয়ে এই ভুল হয়েছে। এই ভুল ঠিক করে নেওয়া হবে। আজ এই বিষয়ে সংশোধনী দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে ভুল কী ছিল?
কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল চাকরিপ্রার্থীদের পার্সোনাল টেস্টের জন্য 'ইন্টিমেশন লেটার' ডাউনলোডের তারিখ ১৪.০৯.২০২২। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৩০ সেপ্টেম্বর। তাহলে কী করে সম্ভব তা? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কমিশনের চেয়ারম্যান জানিয়ে দেন, ওটা ভুল হয়েছে। ১৪.০৯.২০২২ নয়, ওই তারিখটা হবে ১৪.১০.২০২২। অর্থাৎ চাকরিপ্রার্থীরা ১৪ অক্টোবর থেকে 'ইন্টিমেশন লেটার' ডাউনলোড করতে পারবেন।
২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। পরে সেই পরীক্ষার ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা হয়েছিল। এ বার হাইকোর্টের নির্দেশেই ফের ইন্টারভিউ তথা পারসোনালিটি টেস্ট শুরু হতে চলেছে। মোট ১৫৮৫ জন পরীক্ষা দেবে এই বছর।