ডিনকে বের করে নিয়ে আসছেন একদল ছাত্র
শেষ আপডেট: 13th March 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: এক ছাত্রকে শোকজ করার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল(North Bengal Medical College)।
অভিযোগ, চ্যাম্পিয়ন ট্রফির (champions trophy) ফাইনাল ম্যাচ জায়েন্ট স্ক্রিন লাগিয়ে দেখানো হয়েছিল কলেজের সেমিনার রুমে। কার অনুমতি নিয়ে সেই রুম খোলা হয়েছিল? সেই প্রশ্নে এক ইন্টার্নকে শোকজ করেন ডিন অনুপমা নাথ গুপ্ত। এরপরেই তুমুল উত্তেজনা দেখা দেয় কলেজ চত্বরে। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে(students agitation)।
বুধবার দুপুরে ওই ছাত্রকে শোকজ করার প্রতিবাদে কলেজের ডিনকে ডেপুটেশন দিতে যায় ছাত্র-ছাত্রীরা। চলে বিক্ষোভ। পড়ুয়াদের অভিযোগ, গত ৯ মার্চ হাসপাতালের একটি থিয়েটার হলে ভারত এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। এর জন্য প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছিল ডিনের কাছে। ৭ মার্চ ডিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির কোনও জবাব পাওয়া যায়নি। উত্তর না পেয়ে অধ্যক্ষকে বিষয়টি জানানো হয়। অধ্যক্ষ ফোনে ওই থিয়েটারে খেলা দেখানোর অনুমতি দেন।
কিন্তু পরবর্তীতে কলেজের ছাত্র সানি মান্নাকে একটি শোকজে চিঠি পাঠানো হয়। জানতে চাওয়া হয়, কার অনুমতিতে তিনি ওই থিয়েটার হল খুলিয়েছেন? এই নিয়ে তেতে ওঠে মেডিক্যাল কলেজ। সানি ও অন্য ছাত্র-ছাত্রীদের বক্তব্য,অধ্যক্ষ অনুমতি দেওয়ার পরেও কেন শোকজ করা হল? কলেজে থ্রেট কালচার ও ব়্যাগিং এর পরিবেশকে ফিরিয়ে আনার অভিযোগও তুলেছেন তাঁরা।
বুধবারের পর বৃহস্পতিবারও ডিনকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। মেডিক্য়াল কলেজে আসার পর পড়ুয়াদের একাংশই তাঁকে ব্যারিকেড করে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে, একদল ছাত্র বাধা দেয়। কিছুক্ষণ কলেজে থাকার পর ছাত্রদের তুমুল বিক্ষোভের মধ্যেই কলেজ ছাড়েন তিনি।