শেষ আপডেট: 10th September 2020 01:10
কোভিড পজিটিভ রোগীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: করোনা সংক্রমণের আশঙ্কায় কোভিড টেস্ট করানো হয়েছিল তাঁর। বুধবার ৯ই সেপ্টেম্বর মোবাইলে কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সেই কোভিড রোগীর দেহ। মৃতের নাম মহম্মদ মুস্তাকিন মনসুরি(৩৮)। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের চরমাজদিয়ার চর স্বরূপগঞ্জ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর আগে বিহারের বেগুসরাই জেলার ভগবানপুর থানার সাঞ্জার গ্রাম থেকে নবদ্বীপে এসে লেপ-তোষক বানানোর কাজ শুরু করেন মুস্তাকিন। সোয়াব টেস্টের পর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে ৯ই সেপ্টেম্বর, বুধবার। এরপর বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ আবিষ্কার করেন স্থানীয় মানুষজন। বছর আটত্রিশের ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। বৃহস্পতিবার সকালেই মহম্মদ মুস্তাকিন মনসুরির এই অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজনের উদ্যোগে খবর পাঠানো হয় পুলিশ এবং প্রশাসনের কাছে। ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে আটটা নাগাদ নবদ্বীপ থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারপরও কেন দীর্ঘ সময় ধরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই মৃতের দেহ পড়ে থাকল, তা নিয়ে অভিযোগ করেন এলাকার মানুষ। বেলা ২টো নাগাদ স্বাস্থ্যকর্মীরা এসে ওই যুবকের দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গেছে আত্মঘাতী হওয়া ওই ব্যক্তির আদি বাড়ি বিহারে। তিনি নদিয়া অঞ্চলে লেপ তোষক তৈরির কাজ করতেন। জানা গেছে, মৃত ব্যক্তি বেশ কয়েক বছর ধরেই এই অঞ্চলে বাস করছিলেন। গতকাল অর্থাৎ বুধবার মুস্তাকিনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি করোনা আক্রান্ত হয়েছেন একথা জানার পর থেকেই ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সকাল থেকেই উত্তেজনা রয়েছে।