শেষ আপডেট: 16th December 2022 05:11
খোরপোশের টাকা জোগাতে সর্বস্বান্ত ! বাড়ি থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কাপড় ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের ( Santipur ) সূত্রাগড়ের লঙ্কাপাড়া এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ ধোনি ( Unnatural Death Of Businessman )। জানা গিয়েছে, শুক্রবার বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যবসায়ীর মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্বজিৎবাবুর সঙ্গে তাঁর স্ত্রী পামেলা ধোনির বিচ্ছেদের মামলা চলছে। স্ত্রী পামেলা তাঁদের একমাত্র কন্যাকে নিয়ে কলকাতায় দিদির বাড়িতে থাকেন। স্ত্রীকে মোটা অঙ্কের খোরপোশ হত তাঁকে।
পরিবারের অভিযোগ, দুদিন আগেও, বিশ্বজিৎকে স্ত্রীর দিদি বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল। তখন দু'লক্ষ টাকা দাবি করা হয়। অন্যদিকে তাঁর নামে ওয়ারেন্ট বেরিয়ে যাওয়ায় অবসাদে ভুগছিলেন বিশ্বজিৎ। মানসিক চাপে সহ্য করতে না পেরে বিশ্বজিৎ আত্মঘাতী হয়েছেন বলেই দাবি ব্যবসায়ীর জামাইবাবু বিপদভঞ্জন সিংহের।
মেডিক্যাল কলেজের জট অব্যাহত! মাঝপথেই ভেস্তে গেল পড়ুয়া-অধ্যাপকদের বৈঠক
মৃতের দাদা সুজিত ধোনির অভিযোগ, ব্যক্তিগত সমস্যার জন্য ভাইয়ের ব্যবসা প্রভাব পড়েছিল। আর্থিক পরিস্থিত খারাপ হতে থাকায় স্ত্রীকে খোরপোশ দিতে বাড়িও বিক্রি করেছিলেন। তারপরেও টাকা দেওয়ার জন্য চাপ আসতে থাকত। সুজিত আরও জানান, আপাতত মায়ের বাড়িতে থাকছিলেন বিশ্বজিৎ। সে বাড়িও শরিকি। ফলে ভবিষ্যতে কীভাবে টাকার জোগার করবেন তানিয়েও দুশ্চিন্তায় ছিলেন তিনি।
শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিপুর হাসপাতালে পাঠায়। বিশ্বজিৎবাবুর মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। স্ত্রী পামেলা বিরুদ্ধে স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ জানাতে চলেছে মৃতের পরিবার।