শেষ আপডেট: 9th September 2022 01:05
মাধ্যমিকের তরুণীর অস্বাভাবিক মৃত্যু! রক্তে লেখা ডায়েরি উদ্ধার গুমার বাড়িতে
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মাধ্যমিক পড়ুয়া এক তরুণীর (school girl) অস্বাভাবিক মৃত্যু (unnatural death) ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমায় (Guma)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ একইসঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার হল রক্তে লেখা ডায়েরি। সেই ডায়েরিতে লেখার ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে এলাকারই এক তরুণীর প্রতি ভালবাসার কথা।
জানা গেছে, গুমার নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল এই তরুণী। বেশ কিছুদিন ধরেই এলাকার বিবাহ বিচ্ছিন্না এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। দু'জনকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেও দেখা যায়। অভিযোগ, সেই মহিলাই এই তরুণীর কোনও ছবি বা ভিডিও মোবাইলে তুলে রেখে ব্ল্যাকমেল করছিল। তবে ঠিক কী ছিল সেই ভিডিও বা ছবিতে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সেই মোবাইল ও ডায়েরি বাজেয়াপ্ত করেছে।
পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার ওই ছাত্রীকে নিজের ঘরের ভিতরে গামছার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন। এরপর তড়িঘড়ি তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর শুনে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে সেই মহিলাকেও ডাকতে পারে পুলিশ।
প্রেমিকাকে নিয়ে পালিয়েছে দাদা! কালনায় রাগের বশে ভাইপোকে খুন কাকার