শেষ আপডেট: 3rd September 2023 10:26
দ্য ওয়াল ব্যুরো: সিটি সেন্টার ওয়ানে এক যুবকের রহস্যমৃত্যু (Unnatural Death) । মৃতের নাম চন্দন মণ্ডল। তিনি হাওড়ার বাসিন্দা। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। সল্টলেকের সিটি সেন্টারের (City Center 1) চারতলা থেকে তিনি পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। চন্দনবাবুর মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে।
জানা গেছে, রবিবার দুপুরের স্ত্রীকে একটি মেসেজ লেখেন চন্দন। সেখানে তিনি স্ত্রীকে জানান, 'আর চাপ সহ্য করতে পারছি না। আর পারলাম না। আই অ্যাম সরি।' এর কয়েকমিনিটের মধ্যে চন্দনবাবু চারতলা থেকে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা উপর থেকে কিছু পড়ার শব্দ পান। সেই শব্দ শুনেই ছুটে যান তাঁরা। দেখেন, রক্তাক্ত অবস্থায় চন্দনবাবু পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে গোটা চত্বর। এতে অনেকেই ভয়ে পেয়ে বিধাননগর উত্তরথানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে চন্দনবাবুর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়।
তবে এই ঘটনা আত্মহত্যা না খুন, তাই নিয়ে ধন্দে পড়েছে পুলিশ। এখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা। পরিবার ও অফিসে লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: হাওড়া মেন ও কর্ড লাইনে বিভ্রাট, লাইনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন, দেরিতে চলছে কয়েকটি