শেষ আপডেট: 10th July 2022 11:18
মাঝরাতে বাঁকুড়ায় উল্টোরথ, ঝামেলা বাঁধল দু'ওয়ার্ডে! মারামারি, ইটবৃষ্টি, জখম অন্তত ১০
দ্য ওয়াল ব্যুরো: উল্টোরথকে (Ultorath) কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে (Clash) উত্তপ্ত হল বাঁকুড়া (Bankura) শহরের লালবাজার সানঘাট এলাকা। জানা গেছে, গতকাল রাতে রথ দেখাকে কেন্দ্র করে স্থানীয় মুচি পাড়া ও মালাকার পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা বাধে। পরে সেই বচসা সংঘর্ষের চেহারা নেয়। ঘটনায় দু'পক্ষের দশ জনেরও বেশি আহত হয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কিছু স্থানীয় যুবককে আটক করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, গত দু'বছর করোনার জেরে রথ উৎসব সেভাবে না হওয়ায় এবার আবেগ ও উন্মাদনা অনেক বেশি ছিল। এমনটা যে হতে পারে, তা আগে থেকে টেরও পেয়েছিল পুলিশ। সেজন্য রথ ও উল্টোরথ দু'দিনই রথযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তার পরেও এড়ানো গেল না অশান্তি।
জানা গেছে, শনিবার গভীর রাতে বাঁকুড়া শহরের বড় রথ নতুনগঞ্জ থেকে লালবাজার হয়ে ফের তা নতুনগঞ্জে ফিরে আসার সময় গন্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ, রথটি লালবাজার সানঘাট পেরোনোর পরেই রথের পিছনে থাকা জটলায় পাঁচ নম্বর ওয়ার্ড ও ছ'নম্বর ওয়ার্ডে যথাক্রমে মুচি পাড়া ও মালাকার পাড়ার মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষ শুরু হয়। এমনকি ব্যাপক ইটবৃষ্টিও হয়। ইটের আঘাতে আহত হয় দু'পক্ষের দশ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুযুধান দু'পক্ষকেই সরিয়ে দেয়। সংঘর্ষের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয় দু'পক্ষেরই বেশ কয়েকজনকে।
হু হু করে ছুটছিল বেসরকারি বাস, উল্টোদিক থেকে এল লরি! ভয়াবহ দুর্ঘটনা কোতুলপুরে, জখম ২০