উদয়ন গুহ
শেষ আপডেট: 18th October 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: এবার শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুমকি দিলেন উদয়ন গুহ। দিনহাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হুঁশিয়ারি দিকলেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাঁরা, তাদের শিরদাঁরা এবারে নির্বাচনে বেঁকিয়ে দেওয়া হবে।
এদিন মন্ত্রী বলেন, "সে রামই হোক বামই হোক বা অন্য কোনও রাজনৈতিক দলই হোক, যাঁরা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের শিরদাঁড়া এবারে নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে, সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আগামী দিনগুলোতে বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে চলতে হবে তাঁদের।
মন্ত্রীর এমন হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পরেই তুমুল শোরগোল পড়ে জেলা জুড়ে। মন্ত্রীর মুখে বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে গোটা রাজ্য উত্তাল। লাগাতার পথে নেমে আন্দোলন করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এমনই আবহে ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে দলীয় কর্মীদের 'ফোঁস' করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।" এরপরেই উদয়ন গুহ দলের কর্মীদের নিদান দিয়েছিলেন "সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে এসব বাড়তে থাকবে। তাই কেউ একবার দংশন করলে তাঁকে পাঁচবার দংশন করতে হবে।"
এর আগে মেয়েদের রাত দখলের আন্দোলনকেও কটাক্ষ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হুমকির সুরেই বলেছিলেন, "দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।" তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেও প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু তাতে যে তিনি থেমে থাকার নন, শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তা আবারও প্রমাণ করলেন উদয়ন গুহ।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, "দিনহাটা বিধানসভার উপনির্বাচনে মাত্র এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড করা সম্ভব হয়নি। সিতাই বিধানসভার উপনির্বাচনে সর্বভারতীয় রেকর্ড করার জন্য দলের সর্বস্তরের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তিনি বলেন,"আমরা আজকে থেকে ভোটের প্রচার শুরু করব। আমরা অপেক্ষা করে আছি আমাদের নেত্রী আমাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন। যে প্রার্থীর নামই তিনি ঘোষণা করেন না কেন আমরা জেলা পার্টি ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি যখন উপ নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম তখন এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড করতে পারিনি। এবার ওটাকে টপকে আমরা সর্ব ভারতীয় ক্ষেত্রে রেকর্ড করব বলে আশা করছি।"