শেষ আপডেট: 14th August 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। নিরাপত্তার দাবিতে স্বাধীনতার রাতে রাস্তা দখলের সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। শহর কলকাতার পাশাপাশি এই কর্মসূচি পালিত হবে গোটা রাজ্যে। ১১টা ৫৫ মিনিটে দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়েও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় কুৎসিত কটাক্ষ করতে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে।
মঙ্গলবার উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেন। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।’ এই পোস্ট দেখে অবাক হয়ে যান নেট নাগরিকরা। ক্ষোভ উগরে দেন তাঁরা। কমেন্ট বক্সে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অনেকেই প্রশ্ন তোলেন কীভাবে একজন মন্ত্রী হয়ে গার্হস্থ্য হিংসাকে আস্কারা দিচ্ছেন তিনি?
দ্বিতীয় পোস্টে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী লেখেন, ‘অক্টোবর মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারারাত ধরে মহিলারা ঠাকুর দেখবেন, দিনহাটায় কোনও সমস্যা হয়নি। ভবিষ্যতেও হবে না।’ উদয়নের এই দুটি পোস্ট ঘিরে ছড়িয়েছে বিতর্ক। তবে বিরূপ সমালোচনার মুখেও পিছু হটতে নারাজ তিনি। তাঁর সাফ জবাব, "দিনহাটায় এসব নাটকের প্রয়োজন পড়ে না। দিনহাটায় যথেষ্ট নিরাপত্তা রয়েছে। সমস্যা যা রয়েছে তা নিজের বাড়িতে। তারা নিজেদের ঘর সামলাক তাহলেই হবে।"
‘নিরাপত্তা চাই’ এই দাবিতে বুধবার রাত দখল করবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। জমায়েতে সামিল হবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁর আগে একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে তাঁর উদয়নের এমন ভাবনার প্রকাশের জন্য বোধহয় তৈরি ছিলেন না কেউই। তুমুল বিতর্কের মুখেও অবশ্য ভাবনার বদল ঘটাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।