শেষ আপডেট: 15th January 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: জোড়া খুনের ঘটনা ঘিরে ফের শিরোনামে ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নগরমণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ওই দুই ব্যক্তির নাম হাসানুর রহমান (৩৫)। বাড়ি কান্তিরখাওয়া এলাকায়। অপরজন ইউসুফ মিয়াঁ(৫৫)। তাঁর বাড়ি দিনহাটা আটিয়াবাড়ি প্রথম খণ্ড পশ্চিম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ন'টা নাগাদ নগরমণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় একে অপরের সঙ্গে বচসায় জড়ায়। তারপর দুজন দুজনকে ছুরি মারে বলে অভিযোগ। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে যান। তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নগর মণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় যান। জোড়া খুনের তদন্ত চলছে।
মৃত হাসানুর রহমানের স্ত্রী সাহেরা বানু বলেন, "আমাকে পাশের বাড়ির একজন গিয়ে বলল যে তোমার স্বামীকে কেউ ছুরি মেরেছে। আমি শোনামাত্র ছুটে গিয়ে দেখি জমিতে পড়ে রয়েছে। পরে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার জানান ওর মৃত্যু হয়েছে।" পাড়ার এক ব্যক্তি প্রতিনিয়ত তাঁর স্বামীকে হুমকি দিতেন বলেও অভিযোগ করেন তিনি।