শেষ আপডেট: 20th January 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে রেললাইন পেরিয়ে কাজে যাওয়ার পথে একই সঙ্গে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই বন্ধুর। সোমবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ঠাকুরনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ২ ব্যক্তির মধ্যে একজনের বাড়ি শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায়। অন্যজনের বাড়ি বিহারের বেগুসরাই জেলায়। এদিন সকালে রেললাইন পেরিয়ে কাজে যাচ্ছিলেন ঠাকুরনগর বাড়িভাষা এলাকার বাসিন্দা বিভীষণ মাহাতো এবং তাঁর বন্ধু স্বপন মাহাতো। দুজনেই খুব ভালো বন্ধু। কাজও করতেন একই জায়গায়।
গল্প করতে করতে রেল লাইন পেরোনোর সময় দুজনেই ট্রেনের ধাক্কা খান। স্থানীয়রা রেললাইনের দু'ধারে দু'টি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। রেল পুলিশ দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নামে তাঁদের পরিবারে।