শেষ আপডেট: 14th February 2025 20:20
রিয়া দাস, কোচবিহার
২৪ ঘণ্টা কাটার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে তুফানগঞ্জ পুরসভার ‘অপসারিত’ পুরপ্রধানকে সমর্থনের কথা জানিয়ে দিলেন অনাস্থা ডাকা তুফানগঞ্জ পুরসভার দশজন তৃণমূল কাউন্সিলর। তুফানগঞ্জ পুরসভায় গতকাল পুরপ্রধান কৃষ্ণ ঈশোরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের কাউন্সিলররা।
১০ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ভোট দেন। তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে শাসকদলের কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাব নিয়ে জেলার রাজনীতিতে আলোচনা শুরু হয়। পরিস্থিতি সামলাতে আসরে নামেন তৃণমূলের জেলা সভাপতি।শুক্রবার জেলা তৃণমূল দফতরে তুফানগঞ্জের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন অভিজিৎ দে ভৌমিক। ওই বৈঠকের পর তিনি জানান, পুরপ্রধানকে সরানো হচ্ছে না।
কিন্তু কেন পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন দলের কাউন্সিলররা? তৃণমূলের জেলা সভাপতি বলেন, “কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। কিছুটা ইগো ছিল। সেটা আমরা আলোচনা করে মিটিয়ে নিয়েছি। সব কাউন্সিলর বুঝতে পেরেছেন, যিনি আমাদের কাজের সুযোগ করে দিয়েছেন, তাঁর জন্য নিজেদের ইগো ভুলে কাজ করতে হবে।”
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেকথা উল্লেখ করে তৃণমূলের জেলা সভাপতি বলেন, “তুফানগঞ্জ বিধানসভায় পিছিয়ে তৃণমূল। ফলে ছাব্বিশের নির্বাচনের আগে সবাইকে একসঙ্গে নামতে হবে।” সূত্রের খবর, তুফানগঞ্জ পুরসভায় অনাস্থা আনা নিয়ে শাসকদলের রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ। এসব যে বরদাস্ত করা হবে না, তা জেলার নেতাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরই আসরে নামেন জেলা সভাপতি।
পদ ফিরে পেয়ে চেয়ারম্যান কৃষ্ণা ইশোর বলেন, কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আজ জেলা সভাপতির নেতৃত্বে বৈঠকের পরে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আর আমাদের মধ্যে কোনও মনোমালিন্য নেই।