সাংসদ জগদীশ বসুনিয়া ও কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায়
শেষ আপডেট: 8th November 2024 18:40
দ্য় ওয়াল ব্যুরো, কোচবিহার: উপনির্বাচনের আগে তরজায় তেতে উঠল কোচবিহার। প্রকাশ্য সভায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সংসদ জগদীশ বর্মা বসুনিয়া। বললেন, "বিধানসভার উপনির্বাচনে সঙ্গীতা রায়কে জেতাতে যা করা দরকার করবেন। প্রয়োজনে সার্জারি করবেন, কাঁচি চালাবেন। বিজেপিকে কটাক্ষ করে বললেন, "ওরা সিতাই নির্বাচনে হারুয়া দিলীপ ঘোষকে পাঠিয়েছে, হারবে জেনে শুভেন্দু-সুকান্ত আসেননি।
সিতাই বিধানসভার আদাবাড়ি ঘাটে তৃণমূল কংগ্রেস নির্বাচনী কর্মিসভা করে। এই সভায় তৃণমূল সাংসদ বলেন, "সঙ্গীতা রায়কে জেতাতে যেটা করা দরকার সেটাই করতে হবে। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এমন কি কবিরাজিতেও যদি কাজ না হয় তাহলে সার্জারি করার জন্য দরকার হলে কাঁচি চালাতে হবে। মনে রাখতে হবে ফাঁকা মাঠে গোলটা যেন ঠিক লক্ষ্যেই হয়।
কর্মীদের উদ্দেশে বসুনিয়ার স্পষ্ট বক্তব্য, এবারের নির্বাচনে মাঠ ফাঁকা। তাই ফাঁকা মাঠে সঠিক লক্ষ্যেই গোল দিতে হবে। এর জন্য দরকার হলে হোমিওপ্যাথি এলোপ্যাথি কবিরাজি তিনটাই প্রয়োগ করতে হবে আর তাতেও যদি কাজ না হয় তাহলে কাঁচি দিয়ে সার্জারিও করতে হবে। কর্মীদের তিনি এও বললেন, "এমনভাবে সার্জারি করতে হবে যাতে বিজেপির কেউ ২৬ এর নির্বাচনে দাঁড়াতে সাহস না পায়।"
জগদীশ বসুনিয়ার এই বক্তব্যে শোরগোল পড়ে যায়। কড়া নিন্দা করে জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় বলেন, "তৃণমূল কংগ্রেস এভাবেই সাধারণ ভোটারদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। সাংসদ নিজেই তাঁর দলের কর্মী সমর্থকদের সন্ত্রাস করার জন্য উসকে দিচ্ছেন।" তিনি জানান, তাঁরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।