শেষ আপডেট: 12th May 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ড্রেনের কাজের উদ্বোধন (Drainage Inauguration) করা নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। গ্রামবাসীদের সামনেই হাতাহাতি শুরু করে উভয়পক্ষ। অবশেষে পঞ্চায়েত মেম্বারের স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া করলেন গ্রামের মহিলারা! শুক্রবার এমনই ঘটনা ঘটল মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে।
ওই গ্রামের ৫৪ নম্বর বুথে জল নিকাশির সমস্যা রয়েছে। শুধু বর্ষায় নয়, শুকনো সময়ও জল জমে সেখানে। তাই দীর্ঘদিনের অভিযোগের পর গ্রামে ড্রেন তৈরির উদ্যোগ নেওয়া হয়। তার জন্য প্রশাসন থেকে ৭ লক্ষ ৯৮ হাজার টাকাও বরাদ্দ করা হয়েছে। গত ২৮ এপ্রিল কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ শুরু হয় সোমবার থেকে । সেদিনই কাজের উদ্বোধন করেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরপর গত চারদিন ধরে ড্রেন তৈরির কাজ হয়েছে।
কিন্তু শুক্রবার কাজ বন্ধ করে দিতে যান পঞ্চায়েত মেম্বারের স্বামী শংকর মণ্ডল। বেশ কয়েকজনকে নিয়ে মাইক, চেয়ার ও টেবিল সহ তিনি পৌঁছে যান সেখানে। তিনি জানান, বিধায়ক রফিকুল ইসলামের উপস্থিতিতে নতুন করে ড্রেনের কাজের উদ্বোধন অনুষ্ঠান হবে। ততক্ষণ বন্ধ থাকবে নিকাশি নালা তৈরির কাজ। একথা শুনে তৃণমূলের অপর গোষ্ঠী সদস্যরা ক্ষেপে ওঠেন। শঙ্কর মণ্ডলের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়। তাই দেখে চুপ করে বসে থাকতে পারেননি গ্রামবাসীরাও। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে নিয়ে শঙ্কর ও তার দলবলের উপর চড়াও হন। একই সঙ্গে তাদের আনা চেয়ার, টেবিল মাইকও ভেঙে দেন। এতে পাঁচজন আহত হন।
হাসনাবাদ দুই ব্লকের সভাপতি সিকন্দার গাজি জানান, ‘এদিনের ঘটনার অভিযোগ আমার কাছে এসেছে। অনেকেই আছে যারা তৃণমূল সেজে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় স্তরে আলোচনা করতে হবে।‘
অনুব্রতর মেয়ে আরও দু’মাস জেল হেফাজত, গোটা গরমকাল তিহাড়েই কাটবে সুকন্যার