শেষ আপডেট: 10th May 2023 08:56
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গ্রেফতার হলেন জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor arrested)। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ভাই ও ভাইয়ের বউকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার (death of BJP MLA's brother and his wife) অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষকে। ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর পাল জানান, গ্রেফতারের পরে বুধবারই তাঁকে আদালতে পাঠানো হয়।
গত পয়লা এপ্রিল আত্মহত্যা করেন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য ও তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্য। সুইসাইড নোটে ঘটনার জন্য কাউন্সিলর সন্দীপ ঘোষ ও তৃণমূলের যুব সভাপতি ও পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে দায়ী করে যান ওই দম্পতি। এরপরেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
যুব সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় হাইকোর্টের সার্কিট বেঞ্চে রক্ষাকবচ পেলেও বাকি তিন অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছিল পুলিশ। এদিন দুপুরে কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করেন মামলার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ। তিনি দাবি করেন, গোটা বিষয়টাই বিজেপির চক্রান্ত। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। এই চক্রান্তের সঙ্গে শুভেন্দু অধিকারীও জড়িত বলে অভিযোগ করেন তিনি। জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সমীর পাল জানান, অভিযুক্তকে রিমান্ডে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেই আসল সত্যি সামনে আসবে।
হুমকি ফোন আসছে, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস