শেষ আপডেট: 15th September 2023 16:47
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga Pujo 2023) ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র এক মাস। মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। ব্যস্ততা তুঙ্গে সর্বত্র। সরকারও নিজের মতো করে এই পুজো পরিচালনা করার পরিকল্পনা করছে। পুজোয় ঠাকুর দেখার ইচ্ছে অনেকের থাকলেও ভিড়ের জন্য সে ইচ্ছে দমন করেন এমন লোকের সংখ্যাও কম নয়। সেই চিন্তা দূর করতেই আগের বারের মতো এবারও পুজো পরিক্রমা প্যাকেজ (Pujo Parikrama Package) চালু করছে রাজ্য পরিবহণ দফতর (Transport Department)। শুধু তাই নয়, প্রাক পুজো পরিক্রমা প্যাকেজ নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানান পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পরিবহণ মন্ত্রী জানান, এই ট্রাম উত্তর ও দক্ষিণ কলকাতাকে জুড়বে। শ্যামবাজার থেকে শুরু করে বালিগঞ্জ ট্রাম ডিপো পর্যন্ত চলবে। ট্রাম মানেই কলকাতাবাসীর কাছে একটা নস্টালজিয়া। সেই কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন বিশেষ ট্রাম চলবে রাস্তায়। মাথাপিছু মাত্র ৬০০ টাকা খরচ করলেই শহরের বড় বড় পুজোগুলি ট্রামে চেপে দেখতে পারবেন মানুষ। ট্রামের মধ্যেই দেওয়া হবে, চা-কফি, স্ন্যাকস ও দুপুরের খাবার।
পাশাপাশি আগেরবারের মতো এবারও রাতে বাস চালানো হবে বলে জানান পরিবহণ মন্ত্রী। তিনি বলেন, 'নো এন্ট্রি রাস্তাগুলি বাদ দিয়ে সারা শহরেই বাস চলবে। বিশেষত রেল স্টেশনগুলির ওপর দিয়ে বাস চালানোর চেষ্টা করা হবে। যাতে ঠাকুর দেখার পর মানুষ ট্রেনে চেপে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন।'
পুজোর শপিং, পুজো পরিক্রমা ও রাতে বাস পরিষেবা, এই তিনটি জিনিসের কথা মাথায় রাখা হচ্ছে। পরিবহণ মন্ত্রী বলেন, মানুষ যাতে বড় বড় মার্কেটগুলোতে পুজোর শপিং করতে যেতে পারেন সেইজন্য বিশেষ বাস চালানো হবে। গতবারের তুলনায় এবার বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
এবারের বিশেষ আকর্ষণ হতে পারে প্রাক পুজো পরিক্রমা। স্নেহাশিস চক্রবর্তী বলেন, মহালয়ার পর থেকেই কলকাতা শহর এবং শহরতলীতে পুজো পুজো রব শুরু হয়ে যায় এবং শহরের বড় প্যান্ডেল গুলি মোটামুটি তৈরি হয়ে যায় তাই মহালয়ার পর থেকেই ধীরে ধীরে পথে ভিড় বাড়তে শুরু করে। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় কারণ অনেকেই মনে করেন যে পুজোর দিনগুলোতে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি না করে প্যান্ডেল এবং ঠাকুর আগেই দেখে ফেলা শ্রেয়। সেই জন্যই পুজোর চার পাঁচদিন আগে থেকেই একেবারেই উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার সবকটি ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
পরিবহণ মন্ত্রীর কথায়, সারা শহরের ২৪টি পুজোকে তালিকাভুক্ত করা হয়েছে। প্রাক পুজো পরিক্রমায় এই ২৪টি প্যান্ডেলে ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি, সপ্তমী, অষ্টমী ও নবমীতে পুজো পরিক্রমার ব্যবস্থা থাকছে। এসি বাসে ঘোরাঘুরি করতে চাইলে মাথাপিছু খরচ পড়বে ১৯০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ১৩০০ টাকা ধার্য করা হয়েছে। জলপথেও ঠাকুর দেখানোর ব্যবস্থা করছে পরিবহণ দফতর।
আরও পড়ুন: সার্চ কমিটির জন্য কাদের নাম পাঠাবে রাজ্য, ব্রাত্য বললেন, 'আইনি পরামর্শ নিচ্ছি', কটাক্ষ রাজ্যপালকেও