শেষ আপডেট: 20th September 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটঅ্যাপে একটা মাত্র মেসেজ, আর তাতেই নাকি চলে যেতে হচ্ছে ২৫০ কিলোমিটার দূরে (transfer order in whatsapp)!
রাজ্যের পঞ্চায়েত দফতরের (WB panchayat department) বিরুদ্ধে এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ২৭ জন ডেটা এন্ট্রি অপরেটর। তারা জানিয়েছেন, পঞ্চায়েত থেকে মোবাইলে হোয়াটঅ্যাপে মেসেজ পাঠিয়ে রাতারাতি বদলি করে দেওয়া হচ্ছে তাঁদের। একেই তাঁরা অস্থায়ী কর্মী, তার উপর একটা মেসেজেই ২৫০-৩০০ কিলোমিটার দূরে অন্য জায়গায় বদলির নির্দেশ এসে যাচ্ছে মোবাইলে। সেই নির্দেশ বেআইনি বলে দাবি করে আদালতে মামলা দায়ের করতে চান ওই কর্মীরা।
সব শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে।
এর আগে, পাড়ায় সমাধানের মাধ্যমে শিক্ষক বদলির অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, ২০২০ সালে শিক্ষা দফতরের একটি নির্দেশিকার ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে ৮৭ জন শিক্ষককে বদলির বিজ্ঞপ্তি জারি হয়। সঙ্গে সঙ্গে সেই বদলি কার্যকরও হয়। তাঁদের মধ্যে অনেককে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের স্কুলেও বদলি করা হয়েছে। সেই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তোলেন, স্কুল সার্ভিস কমিশনকে এড়িয়ে কীভাবে পাড়ায় সমাধান কর্মসূচিতে ৮৭ জন শিক্ষকের বদলি করা হল!
বিচারপতি বসু মামলার শুনানিতে সাফ জানিয়ে দেন, পাড়ায় সমাধানে ৮৭ জন শিক্ষককে বদলি করা সম্ভব নয়। ঘটনার বিষয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, 'হাইকোর্টে শত শত বদলি সংক্রান্ত মামলার বিচারেরও তো আর কোনও দরকার নেই দেখছি। পাড়ায় টেবিল পেতেই তাহলে সব হোক। পাড়ায় সমাধানে কি ডিভোর্স মামলার ডিক্রি সেটেলমেন্ট করার অধিকার দিয়ে দেওয়া হয়েছে?’
ঘটনার বিষয়ে শিক্ষা দফতরের কাছে হলফনামা তলব করেছেন তিনি।
মহিলা বিল নিয়ে সনিয়ার মুখে জীবনসঙ্গী রাজীবের অবদান, দাবি তুলবেন ওবিসি কোটার