শেষ আপডেট: 9th April 2023 13:43
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কোনও ছোটখাটো জিনিস নয়, আস্ত রেললাইন গায়েব (Trainline Stolen) করে দিল চোরেরা! শনিবার মধ্যরাতে বীরভূমের (Birbhum) কাঁকরতলা থানার কৈথি গ্রামে পুলিশি তল্লাশিতে উদ্ধার হল সেই রেললাইনের অংশ। এই দুঃসাহাসিক চুরির ঘটনায় তাজ্জব পুলিশও। এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
রেল পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অন্ডাল পলাস্থলী শাখার কাঁকরতলা এলাকা থেকে রেললাইনের অংশ খুলে নিয়ে যাচ্ছিল কেউ বা কারা। ঘটনার অভিযোগ পেয়েই রেলপুলিশকে সঙ্গে নিয়ে তদন্তে নামে কাঁকুরতলা থানার পুলিশ।
শনিবার রাতে পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় রেল লাইনের অংশ। পুলিশ শেখ আলতাব এবং শেখ ইন্তাজ নামে দুই যুবককে গ্রেফতার করে। তারা দু'জনেই কইছি গ্রামের বাসিন্দা।
তবে পুলিশের অনুমান শুধু এরা দুজনই নয়, আরও অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তাদের খুঁজে বের করতে পুলিশ এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করছে।
অন্ডাল থেকে পলাস্থলী যাওয়ার রেলপথ দীর্ঘদিনের। কিন্তু সেখানে আপাতত ট্রেন চলাচল করে না। এই রেললাইনের সংলগ্ন এলাকায় কয়লা খনি থাকায় ট্রেন চলাচলে উপযোগী নয়। তাছাড়াও দুষ্কৃতীদের উপদ্রব তো রয়েছেই। সুযোগ বুঝে দুষ্কৃতীরা এই রেললাইন অংশ খুলে নিয়ে যাচ্ছিল চোরেরা বলে অনুমান পুলিশের।
আইআইটি মুম্বইয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় সহপাঠীকে গ্রেফতার করল পুলিশ