শেষ আপডেট: 24th September 2024 10:41
দ্য ওয়াল ব্যুরো: ফের রেলগাড়ি দুর্ঘটনা, আবারও সেই ময়নাগুড়ি! নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। অসম থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল মালগাড়িটি। তবে সে ট্রেনে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও পণ্যও ছিল না ওই ট্রেনে।
জানা গেছে, আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা নাগাদ হঠাৎই একটি জোরালো শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দৌড়ে গিয়ে তাঁরা দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা লাইনের বাইরে উল্টে পড়ে রয়েছে।
জলপাইগুড়ির এই ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল দফতরের অফিসাররা।
এই দুর্ঘটনার ফলে লাইন বন্ধ। তাই উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে চালানো হচ্ছে। পরিষেবা ব্যাহত না করেই লাইন পরিষ্কার করার কাজ চলছে বলে দাবি কর্তৃপক্ষের।