শেষ আপডেট: 14th November 2022 05:17
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে শাসকদলের পার্টি অফিসে (TMC party office) ব্যাপক বোমাবাজি (Bomb) এবং কর্মীদের মারধর ও ভাঙচুর করার অভিযোগ উঠল আইএসএফ, আরএসপি ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন দু'জন তৃণমূল কর্মী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাসন্তী (Basanti) থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন দুই তৃণমূল সমর্থক আলিমুদ্দিন লস্কর ও ইউদআলি শেখ। সেই সময় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পার্টি অফিসের কাছে আইএসএফ, আরএসপি ও বিজেপি আশ্রিত প্রায় ১৫ জন দুষ্কৃতী তাঁদের পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তারা বোমাবাজি করতে শুরু করে বলে অভিযোগ।
এরপর ওই দু'জনকে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানোরও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। এরপরেই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকর্মীরা আহত দুই তৃণমূল কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সেখানে পুলিশি টহল শুরু করা হয়েছে।
স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মুছা সরকার জানান, 'পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য আমাদের কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে আইএসএফ, আরএসপি ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের দলের দুই কর্মী জখম হয়েছেন।' পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা, দাবি তাঁর।
যদিও এই ঘটনা সম্পর্কে বিরোধী দলগুলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বালি বোঝাই লরির সঙ্গে ধাক্কা, সাতসকালে আসানসোলে মৃত্যু সাইকেল আরোহীর