শেষ আপডেট: 25th September 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই এসএসকেএমের দালাল চক্রের পর্দা ফাঁস করেছে কলকাতা পুলিশ। ধরা পড়েছে চারজন দালাল। তারই মাঝে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের প্রতিবাদ করতে গিয়ে দালালদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের এক কর্মী (tmc workers beaten by broker)। ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। দালাল রাজ ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।
মদনের বিস্ফোরক অভিযোগ, “দালাল চক্রের পিছনে কেষ্ট, বিষ্টুদের হাত আছে। দালালদের প্রতিদিনের রোজগার লাখ টাকা!” তৃণমূল বিধায়কের প্রশ্ন, “কলকাতা পুলিশ যদি এসএসকেএমের দালাল চক্র ভাঙতে পারে, তাহলে কামারহাটির পুলিশ কেন পদক্ষেপ করতে পারে না?”
রোগী ভর্তি থেকে রক্ত, কোনও ক্ষেত্রেই দালাল চক্র ছাড়া এক পা এগোনো যায় না, এই অভিযোগে শনিবার বিকেলে তেতে উঠেছিল কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। এরপরই দালাল চক্র ভাঙতে তৎপর হন স্থানীয় তৃণমূল কর্মীরা।
মদন মিত্রের কথায়, “আস্পর্ধা দেখুন, বলছে- দালালরাজের বিরুদ্ধে মুখ খুললে প্রাণে মেরে ফেলবে! যেন হিন্দি সিনেমা! ওরা এত সাহস পাই কী করে!” ঘটনার পর থেকেই অভিযুক্ত জাভেদ সহ বাকিরা গা ঢাকা দিয়েছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দালাল রাজ ঠেকাতে হাসপাতাল চত্বরে বসেছে পুলিশি প্রহরা।
আরও পড়ুন: আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের