শেষ আপডেট: 26th September 2023 08:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাসপাতালে চিকিৎসাধীন বসিরহাটের তৃণমূল কর্মীর মৃত্যু হল মঙ্গলবার (TMC Worker Unnatural Death)। জমিতে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর সংঘর্ষ বাঁধে বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুরে চড়পাড়া এলাকায়। সংঘর্ষে জখম হন বছর ৩২ এর যুবক সিরাজুল মোল্লা।
মৃত যুবকের মা নুরুন্নাহার খাতুন ঢালি বলেন, “আমার নিজের জমি। সেখানে জোর করে তৃণমূল একটা গোষ্ঠী পতাকা লাগিয়ে পার্টি অফিস তৈরি করার চেষ্টা করছিল। আমার ছেলে প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করে ওরা। আমরাও তৃণমূল কর্মী।”
মৃতের স্ত্রী শাহনাজ বিবি বলেন, “আমাদের একটা এক বছরের সন্তান রয়েছে। সরকারি প্রকল্পে ঘরের টাকা পেয়েছি। কিন্তু সেই ঘর আর হলো না। যারা এই ঘটনা ঘটাল তাদের যেন শাস্তি হয়।” ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। জমি দখলের চেষ্টা করে সিরাজুলকে মারধর পুরনো শত্রুতার জের কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। যারা এই ঘটনা ঘটিয়েছে সবাই পলাতক। দুষ্কৃতীদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গির লার্ভা মরবে তিন সেকেন্ডে! মশা মারতে আমজনতাকে টেমিফস দেবে পুরসভা