শেষ আপডেট: 12th January 2023 07:04
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে (TMC Party worker)। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেতুগ্রামে (Ketugram)। পুলিশ জানিয়েছে, নিহত কর্মীর নাম দুলাল শেখ ওরফে ইয়াসিন শেখ (৪৪)।
বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের আমগড়িয়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বাইকে করে আসা দুই দুষ্কৃতী দুলালকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরিবারের (family) অভিযোগ, পুরনো আক্রোশের জেরে দলের কর্মীদের একাংশই তাঁকে খুন করেছে। তৃণমূলের জেলা নেতৃত্ব জানান, দলের কেউ অন্যায় করলে দল রেয়াত করবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আমগড়িয়া বাজারে জিনিস কিনতে এসেছিলেন দুলাল শেখ। তখনই বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য খুব কাছ থেকে গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন দুলাল। কেউ কিছু বোঝার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালবেলা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা গেছে, দুলাল শেখ বালির ব্যবসা করতেন। এলাকায় তৃণমূলের পরিচিত কর্মী ছিলেন। তাঁর পরিবারের লোকজন জানান, পুরনো শত্রুতা ছিল। তারই জেরে দলের কয়েকজন কর্মীই তাঁকে খুন করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তাঁরা। এ ব্যাপারে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, “ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে দলের কেউ যদি এই ঘটনায় জড়িত থাকে তার দৃষ্টান্তমুলক সাজা হবে। দলে থেকে কেউ কোনও অপরাধ করলে দল রেয়াত করবে না।”
সকাল সকাল খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেতুগ্রামের আমগড়িয়ায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
করোনায় লাখে লাখে মৃত্যু গোপন করছে চিন, শ্মশানের পথে সিসিটিভিও খুলে রাখা হয়েছে: হু