শেষ আপডেট: 9th July 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন শাসকদলের বিরুদ্ধে অজস্র অভিযোগ উঠছে সেই সময় পশ্চিম বর্ধমানে শোনা গেল বিপরীত ঘটনা। সেখানে কুলটিতে তৃণমূলের কার্যালয়ে (TMC Party Office) ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শনিবার রাতে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election2023) পর ডিসেরগড় এলাকায় শাসকদলের অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের স্থানীয় এক নেতা জানান, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন সমস্ত পার্টি অফিসের সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। তাঁর সন্দেহ এটা বিজেপির ষড়যন্ত্র।
অন্য দিকে শনিবারই কাঁকসায় পঞ্চায়েত নির্বাচন চলার সময় আক্রান্ত হন তৃণমূল কর্মী শৈলেন বাউরী।
গুরুতর আহত শৈলেনবাবু কাঁকসার রাজ বাঁধ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এই ঘটনাতেও বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠছে।
রবিবার দুপুরে আহত ওই কর্মীকে হাসপাতালে দেখতে যান রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। আক্রান্ত কর্মীকে দল পাশে রয়েছে বলে আশ্বাস দেন।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার।