শেষ আপডেট: 6th September 2022 08:39
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা (post poll violence) মামলায় সিবিআই (CBI) দফতরে হাজিরা (appeared) দিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) পরেশ পাল (Paresh Pal)। বিজেপি কর্মী (BJP worker) অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) খুনের (Murder) মামলায় এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিতে এলেন ঘাসফুল শিবিরের বিধায়ক।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিরোধী কর্মীদের খুন ও ধর্ষণের একাধিক অভিযোগ উঠেছিল। ২ মে ভোটের ফল ঘোষণার পর খুন হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁকে পিটিয়ে খুন করার ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে। অভিজিতের পরিবার অভিযোগ করে, নির্বাচনের আগেই ভোটের প্রচারে গিয়ে অভিজিৎকে খুনের হুমকি দিয়েছিলেন পরেশ পাল।
অভিজিতের মৃত্যুর বিচার পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয় তাঁর পরিবার। সিবিআই তদন্তের আর্জি জানান তাঁরা। সেই মতো, উচ্চ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব যায় সিবিআই-এর হাতে। অভিজিৎকে যে জায়গায় পিটিয়ে খুন করা হয়েছিল, সেই জায়গা ঘুরে দেখেন তদন্তকারীরা। তাঁর দেহের ময়নাতদন্ত নিয়ে কম নাটক হয়নি। দু'বার ময়নাতদন্ত হয়েছিল অভিজিৎ সরকারের। দেহ সৎকার হয়েছিল কয়েক মাস পর।
সেই মামলার তদন্তে নেমেই পরেশ পালকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে মে মাসে তলব করা হয়েছিল তাঁকে। তখন সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এরপর দ্বিতীয়বার হাজিরার নির্দেশ পাওয়ার পর আজ মঙ্গলবার নির্দিষ্ট সময়ে সিবিআই দফতরে পৌঁছে গেছেন পরেশ পাল।
সেই মামলার তদন্তে নেমেই পরেশ পালকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে মে মাসে তলব করা হয়েছিল তাঁকে। তখন সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এরপর দ্বিতীয়বার হাজিরার নির্দেশ পাওয়ার পর আজ মঙ্গলবার নির্দিষ্ট সময়ে সিবিআই দফতরে পৌঁন পরেশ।
ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, যতবার ডাকবে ততবার আসব। সেইসঙ্গে বলেন, ও বিজেপি করত। আমি তৃণমূল করি। আমায় তো পার্টি করবেই!
Paresh Paul-CBI: সিবিআই ডাকল পরেশ পালকে, অভিজিৎ সরকার খুনের মামলায় তলব