শেষ আপডেট: 17th July 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে ফের বিস্ফোরক পোস্ট করলেন হুগলির তৃণমূল (TMC) বিধায়ক (MLA) মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। পঞ্চায়েত ভোটের আগে থেকেই দলের দিকে একের পর তোপ দেগেছেন। এবার সরাসরি নতুন শুরুর ইঙ্গিত দিলেন এই দলিত সাহিত্যিক। লিখলেন, ‘আমি কঠোর দারিদ্র দেখেছি প্রায় চল্লিশ বছর। শুধু জল খেয়ে পেটের যন্ত্রণা ভুলে থাকার সেই দিনগুলো আজও মনে পড়লে বুকে ব্যথা মোচড় দিয়ে ওঠে। এবার পুরাতন সব কিছু ভুলে যেতে চাই।’
মনোরঞ্জনের এই নতুন পোস্টকে কেন্দ্র করে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন, এবার কি রাজনীতির আঙিনা ছেড়ে দেবেন বলাগড়ের বিধায়ক? নাকি তৃণমূল ছেড়ে যোগ দেবেন অন্য দলে? এই পোস্টের পরেই নানারকম জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বিধায়কের পোস্টে কমেন্ট করে সে কথা জানতেও চেয়েছেন। তবে বিধায়ক সে বিষয়টি আলাদা করে খোলসা করেননি।
এদিন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তাঁর ফেসবুকে লেখেন, “সেই যে ছাগল-গরু চড়ানো, চায়ের দোকানে গ্লাস ধোয়া, মুটে মজুরি, রিকশা চালানো, ডোম, সুইপার, ট্রাকের খালাসি, নাইট গার্ড, রান্নার কাজও করেছি অনেক বছর। তারপর স্টেশনের এক গুন্ডা, ছুরি-চাকু-বোম। নকশাল আন্দোলনে জড়িয়ে যাওয়া! অনেকবার জেল খাটা। মরতে মরতে বেঁচে যাওয়া, বেঁচে থেকে মরে যাওয়া সেও ঘটেছে আমার জীবনে।”
তিনি আরও লেখেন, “সে ঘৃণা, নিন্দা হোক আর মানসম্মান, এত বছরে যা পেয়েছি সব ভুলে যেতে চাই। আবার সব কিছু শুরু করতে চাই নতুনভাবে, নতুন কোনও পরিচয়ে। ফেলে আসা দিনগুলোর দিকে আর পিছনে ফিরে তাকাতে চাই না।” উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বারংবার দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। কখনও সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছেন, আবার কখনও বলেছেন যে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আর এবার সরাসরি ‘নতুন শুরুর’ ইঙ্গিত দিলেন।
বেতন বন্ধ করে দেব! গর্জে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, হাত জোড় করে সময় চাইলেন গৌতম