শেষ আপডেট: 14th December 2022 10:22
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: 'অপমানিত' বোধ করায় অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে চলে গেলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। তিনি দলিত সাহিত্যের পরিচিত মুখ। দলীয় সহকর্মীদের বিরুদ্ধেই অপমান করার অভিযোগ তুলেছেন মনোরঞ্জন।
হুগলির বলাগড়ে বুধবার পঞ্চানন কর্মকার স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন ছিল। এই অনুষ্ঠানেই অপমানিত হওয়ার অভিযোগ তুলে বেরিয়ে যান বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।বললেন, "কেউ সম্মান না দিতে পারুক অপমান সহ্য করব না।"
হুগলির বলাগড় ব্লকের জিরাটের ভূমিপুত্র ছিলেন পঞ্চানন কর্মকার। মুদ্রণশিল্পে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁকে উৎসর্গ করে বলাগড়ের ইতিহাস সংগ্রহের জন্য স্থানীয় বিডিও ও বলাগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে 'পঞ্চানন কর্মকার স্মৃতি সংগ্রহশালা' তৈরি করা হয়। তারই উদ্বোধনে বিপত্তি ঘটে।
অনুষ্ঠান চলাকালীন হঠাৎই সভামঞ্চ ছেড়ে বেরিয়ে যান বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। ঘটনা হল, পঞ্চানন কর্মকার স্মৃতি সংগ্রহশালা উদ্বোধনের যে ফলক বসানো হয়েছে তাতে ছোট করে তলার দিকে লেখা আছে মনোরঞ্জন ব্যাপারীর নাম। এদিকে, একেবারে প্রথম সারিতে শোভা পাচ্ছে বলাগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীম কুমার মাজির নাম। যা দেখেই রেগে যান মনোরঞ্জন ব্যাপারী।
সভা থেকে বেরিয়ে এই সাহিত্যিক তথা বিধায়ক বলেন, "তাঁকে অপমান করা হয়েছে। আর তা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে। যে গোটা কর্মকাণ্ডের ধারে কাছে নেই তার নাম আগে থাকবে, আর আমার নাম দয়া করে ছোটো করে দেওয়া হবে। এগুলো বুঝব না এতোটা মূর্খ আমি নই।" একজন প্রাক্তন বিধায়ক, যিনি জনপ্রতিনিধিও নন তাঁর নাম কেন উপরে থাকবে তার নিয়ে প্রশ্ন তোলেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলেন, "আমি নামের প্রত্যাশা করি না।গোটা দেশের লোক আমাকে চেনে। আমিও তো বঙ্গভূষণ পাওয়া লেখক। কিন্তু যেটা হয়েছে তা ঠিক নয়।"
বিধায়কের ক্ষোভ প্রসঙ্গে বলাগড়ের বিডিও নীলাদ্রি সরকার বলেন, "বিধায়ক এসেছিলেন, তরাপর চলে যান। কী হয়েছে সে বিষয়ে আমাকে কিছু বলেননি।"
এদিকে যার নাম বড় করে থাকা নিয়ে মনোরঞ্জন ব্যাপারীর এই ক্ষোভ, সেই প্রাক্তন বিধায়ক অসীম কুমার মাজি বর্তমানে পশ্চিমবঙ্গ এসসি-এসটি ও ওবিসি উন্নয়ন এবং বিত্ত নিগমের চেয়ারম্যান। তিনি এই প্রসঙ্গে বলেন, "এই সংগ্রহশালা বলাগড়ের ইতিহাসের দলিল। গবেষক, ছাত্র-ছাত্রী, সাধারণ জ্ঞান পিপাসুরা এখানে এসে অনেক কিছু জানতে পারবেন।তবে বিধায়ক কখন, কেন বেরিয়ে গেছেন সেটা বলতে পারব না। আমি তখনও অনুষ্ঠানে পৌঁছাইনি।"
মাদক খাইয়ে নিউটাউনের গেস্ট হাউসে যুবতীকে ধর্ষণ! গ্রেফতার গরফার যুবক