২১ শে জুলাইয়ের পোস্টার খুলে ফেলায় সরকারি আধিকারিককে হুমকি
শেষ আপডেট: 19th July 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ২১শে জুলাইয়ের পোস্টার সাঁটানো হয়েছিল পিডাব্লুউডির সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দফতরের বাইরে। সেই পোস্টার খুলে দেওয়ায় শাসকদলের নেতাকর্মীর হুমকি মুখে পড়লে ওই আধিকারিক। এমন অভিযোগ উঠেছে রায়গঞ্জের কর্ণজোড়া পূর্ত দফতরে। জানাগিয়েছে, সরকারি কর্মচারী ফেডারেশনের নেতাদের সেই হুমকির ভিডিও এখন ভাইরাল হওয়ার পরেই জোর চর্চা শুরু হয়েছে জেলায়। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।
কর্ণজোড়া পূর্ত দফতরের সাবডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসের দেওয়ালে ২১শে জুলাইয়ের সমর্থনে লাগানো হয়েছিল পোস্টার। ওই আধিকারিকের নির্দেশেই সেই সেটি সরিয়ে দেওয়া হয়। শুক্রবার এই ইস্যুতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির নেতৃত্বে কয়েকজন সরকারি কর্মী ওই আধিকারিকের দফতরে যান। অভিযোগ, ওই সরকারি আধিকারিকের দফতরে ঢুকে তাঁকে হুমকি দিতে থাকেন। তাঁকে নানাভাবে শাসানোও হয়।
ভিডিওতে দেখা গিয়েছে, শাসকদলের নেতারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শাসিয়ে চলেছে। বদলি করে দেওয়ার হুমকি দিচ্ছেন। পাশাপাশি তাঁকে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। শুধু তাইই নয়, শেষ পর্যন্ত দফতরের বাইরে সেই পোস্টার আবারো লাগাতে বাধ্য করা হয় তাঁকে। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই সরকারি আধিকারিক। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে নালিশ জানিয়েছেন। যদিও ওই আধিকারিককে ধমকানো চমকানো হয়নি বলে দাবী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির উত্তম কুমার সিনহা।