শেষ আপডেট: 6th April 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। চলবে ২০ তারিখ পর্যন্ত। আরও নিবিড়ভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এবার বুথে বুথে দুয়ারে সরকার ক্যাম্প করছে নবান্ন। কিন্তু সেই ক্যাম্পে গিয়েই তাণ্ডব চালালেন স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথিমিক বিদ্যালয়ে।
এদিন নির্ধারিত সময়ের অনেকটা পরেও এই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্পের কাজ চালু না হওয়ায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ওই স্কুলে যান তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলি। তারপরই শুরু হয় হুলস্থূল।
দেখা যায় স্কুলের বেঞ্চ উল্টে দিয়ে গোটা ক্যাম্পকে লণ্ডভণ্ড করে দিচ্ছেন আকবর আলি ও তাঁর সঙ্গে থাকা লোকজন। এক সরকারি কর্মচারীর উদ্দেশে আকবরকে আঙুল উঁচিয়ে বলতে শোনা যায়, ‘আপনাদের মতো সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হচ্ছে। আপনারাই দিদিকে ডিস্টার্ব করছেন।’
আকবর এও বলেন, ‘মানুষ রোজার মধ্যে পরিষেবা নেওয়ার জন্য এসেছেন। আর সরকারি কর্মচারীদের কোনও হেলদোল নেই।’ ভাঙচুর, উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে দুয়ারে সরকার ক্যাম্পের কাজ শুরুও হয়। কিন্তু এ হেন হামলার জন্য তৃণমূল নেতাটিকে গ্রেফতার করেছে পুলিশ।
শাসকদলের মতে, অঞ্চল সভাপতি হয়তো উচিত কথাই বলেছেন। যে কায়দায় ভাঙচুর চালিয়েছেন তা কখনওই ঠিক নয়। প্রশাসন তার কাজ করেছে।
‘প্রেরণা মোদী,’ বিজেপিতে যোগ দিলেন কেরলের কংগ্রেস নেতা অ্যান্টনির পুত্র