শেষ আপডেট: 6th July 2020 17:00
দ্য ওয়াল ব্যুরো: উমফানের পরে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। সিঙ্গুরের বোড়াই-পহলামপুর গ্ৰাম পঞ্চায়েতের মহম্মদপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১১ জুনের এই ঘটনায় সিঙ্গুর থানায় অভিযোগও দায়ের করেছে ধর্ষিতা। এই ঘটনার জেরে আজ, সোমবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে অভিযুক্তকে গ্ৰেফতারের দাবিতে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপি কর্মীরা। প্রায় এক ঘণ্টা পথ অবরোধও করেন তাঁরা। জানা গেছে, অভিযোগকারিণী ওই মহিলার অভিযোগ, সাম্প্রতিক উমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্ত হয় তাঁদের টালির চালের বাড়িটি। সেটি সংস্কার করার জন্য তাঁদের এলাকার তৃণমূল নেতা রমেশ পালকে ক্ষতিপূরণের কথা জানান তিনি। অভিযোগ, তাঁকে সাহায্য করার নাম করে অভিযুক্ত ওই তৃণমূল নেতা গৃহবধূকে ধর্ষণ করেন। এই নিয়ে আসরে নামে বিজেপি। এলাকায় প্রতিবাদের পরে আজ সিঙ্গুরের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানান, পরিস্থিতি এমনই হয়েছে, যে প্রধানমন্ত্রীর ত্রাণের অর্থ পেতে হলে তৃণমূলের কুপ্রস্তাব মেনে নিতে হবে! ত্রিপলে পাওয়ার বিনিময়ে শারীরিক সম্পর্ক গড়তে হবে! আমতাতেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। সেইসঙ্গে বিজেপি নেত্রী উল্লেখ করেন, সিঙ্গুরের তাপসী মালিক এখনও বিচার পায়নি, কারণ তৃণমূল নেত্রী সমস্ত সুযোগ বুঝে তবেই সুবিধা নেন। তাঁর অভিযোগ, সিংহাসনে বসার জন্য তাপসী মালিককে ব্যবহার করেছেন নেত্রী এবং তার পরে তাকে ব্যবহার করে ছিবড়ে করে ফেলে দেন। এদিন অগ্নিমিত্রা আরও জানান, অভিযুক্ত তৃণমূল নেতা গ্ৰেফতার না হলে আন্দোলন আরও জোরদার হবে। অন্যদিকে সিঙ্গুর ব্লক তৃনমুল কংগ্ৰেস সভাপতি মহাদেব দাস জানান, আইন আইনের পথে চলবে। পুলিশের তদন্তে যদি দোষী প্রমাণিত হন ওই নেতা, তাহলে সাজা পাবেন আর নির্দোষ হলে ছাড়া পাবে। দল কোনও অপরাধীকে আড়াল করবে না।।