শেষ আপডেট: 11th December 2024 23:27
দ্য ওয়াল ব্যুরো: চাকরির ভুয়ো নিয়োগ পত্র দিয়ে টাকা আত্মসাৎ করলেন তৃণমূল ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের কো-অর্ডিনেটর প্রীতম ঘোষ। তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন দলের প্রতারিত কর্মীরা। কোতোয়ালি থানায় দায়ের হয় অভিযোগ। চাঞ্চল্য জলপাইগুড়িতে।
বুধবার জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে এক যুবকের সঙ্গে বেশ কয়েকজনের বচসা ও মারধরের ঘটনা ঘটে। ভিড় জমে এলাকায়। সেখানে ছিলেন প্রীতম ঘোষ। পরে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানান, প্রীতমের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
প্রতারিত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অমিত সূত্রধর এবিষয়ে জানান, তাঁদের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছেন ওই নেতা। ডিএম-এর সই নকল করে নিয়োগ পত্র দিয়েছেন। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরেক প্রতারিত প্রফুল্ল রায় বলেন, 'আমাদের বলা হত অনেক বড় পোস্টে আছেন তিনি। ফেসবুকেও অনেক বড় বড় পোষ্ট করতেন, সেই সব দেখেই আমরা বিশ্বাস করি।'
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার প্রীতম ঘোষের নামে অভিযোগের বিষয়টি অস্বীকার করেননি। উল্টে তিনি জানান, তাঁর কানেও অভিযোগ আসছিল। বলেন, 'দুর্নীতির অভিযোগ আমরা পাচ্ছিলাম। এরপরই ওকে বহিষ্কার করা হয়। তাই ওর কোনও কাজের দায় দলের নয়। আমরা চাই আইন আইনের পথে চলুক।'
বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ এনিয়ে বলেন, 'তৃণমূলের এরকম এজেন্ট রাজ্যজুড়ে ছড়িয়ে আছে। চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।'