শেষ আপডেট: 6th June 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো,বসিরহাট: আগামী ১০ জুন বসিরহাটে নবজোয়ার কর্মসূচিতে আসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। স্বরূপনগরের দলের দুপক্ষের বচসায় মারাত্মকভাবে জখম হলেন তৃণমূলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি।
উত্তর ২৪ পরগনার শাসকদলের কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। তাতে অনেক সময়েই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের শীর্ষনেতারা নীচুতলার কর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিলেও চাপা থাকছে না অন্তর্কলহ।
স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার দলীয় কার্যালয়ে বৈঠক করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা বাঁধে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এতে উভয়পক্ষের ১০ জন জখম হন।
স্বরূপনগরে বিথারী এলাকায় তৃণমূলের এক গোষ্ঠী নতুনভাবে দলীয় কার্যালয় তৈরি করছিল। সেখান থেকেই সূত্রপাত হয় গন্ডগোলের। নতুন ওই কার্যালয়টিতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দলেরই একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় স্বরূপনগর উত্তর ব্লকের সভাপতি জিয়াউর রহমানের মাথা ফেটে যায়। আহত হন বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আনিসউদ্দিন গাজিও। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিথারী এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। দুই নেতাকেই জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তাঁদের প্রথমে শাঁড়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, এই দুই নেতা সমেত মোট ১০ জন আহত হয়েছেন।
বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন, মোদী সরকারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের