শেষ আপডেট: 22nd December 2022 03:51
আজাদের কুকীর্তির নিন্দা করল তৃণমূল, মোদীকে কী বলেছিলেন তিনি
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে তৃণমুল নেতা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের (Kirti Azad) মন্তব্যে গোটা দেশে নিন্দার ঝড়। দলীয় নেতার এহেন মন্তব্যকে কোনওভাবেই যে দল সমর্থন করে না, তা স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে নিজেদের অবস্থান জানাল তৃণমূল।
কী বলেছিলেন কীর্তি?
প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে 'হিট উইকেট' করে বসেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বুধবার তাঁর করা একটি টুইট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তিনি মোদীকে ব্যঙ্গ করে টুইট করে লিখেছিলেন, ‘না নর, না নারী'!
সম্প্রতি মোদী মেঘালয় সফরে গিয়েছিলেন। সেখানেই মেঘালয়ের ঐতিহ্যবাহী খাসি পোশাক পরে সভাও করেছিলেন। সেই পোশাক নিয়ে মোদীকে ব্যঙ্গ করতে গিয়ে আজাদ লেখেন , ‘না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারী।’
এই টুইটে মোদীর শিলং সফরের একটি ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেছেন কীর্তি। সেই ছবিতে মোদীর মতোই একটি পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক মহিলাকে। ছবির ওপরে লেখা, ‘পছন্দ হয়েছে? তাহলে কিনে ফেলুন। অনলাইনে সেই পোশাকটির দাম দেখাচ্ছিল ৩৫ ডলার।’
এই টুইট সামনে আসতেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন আজাদ। রাজনীতিতে বিরোধিতা করতে গিয়ে কেউ কেউ যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেন, তা একেবারেই সমীচীন নয় বলে মত প্রকাশ করেন অনেকেই। বিজেপিও তীব্র নিন্দা করে।
এই আবহেই তৃণমূল আজাদের কীর্তি নিয়ে মুখ খুলল। দলের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, 'আমরা ভারতের বৈচিত্র্য বজায় রাখি এবং আমাদের দেশের প্রাণবন্ত সংস্কৃতিকে সম্মান করি। বিভিন্ন মানুষের জাতিগত ঐতিহ্য উদযাপন করি। আমরা কীর্তি আজাদের মন্তব্যকে সমর্থন করি না। এবং তীব্র নিন্দা জানাচ্ছি। তাঁর বক্তব্যে দলের মতামতের কোনও প্রতিফলন নেই।'
প্রসঙ্গত, মাস খানেক আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়েও এমনই বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল তখনও স্পষ্ট ভাষায় জানিয়েছিল, দল এই মন্তব্য সমর্থন করে না। পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চান রাজ্যের কারা মন্ত্রী। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেইসময় জানিয়েছিলেন, অখিল যে কথা রাষ্ট্রপতি সম্পর্কে বলেছে তা ঠিক হয়নি। ও অন্যায় করেছে। আমি দলের পক্ষ থেকে ও সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইছি।