শেষ আপডেট: 30th April 2022 06:39
দ্য ওয়াল ব্যুরো: সরকারি জমিতে দোকান ঘর তৈরি করে বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠল সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর-রাজপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনুর বিরুদ্ধে অভিযোগ তিনি পিডব্লুডির জমি দখল করে দোকান ঘর তৈরি করেছেন। মোটা টাকার বিনিময়ে সেই দোকানঘর পাড়ার লোকের পাশাপাশি বহিরাগতদেরও ওই কাউন্সিলর বিক্রি করেছেন বলে অভিযোগ তৃণমূলেরই একাংশের। শাসকদলের ওয়ার্ড সভাপতি হিমাংশু দে বলেন, "নতুন পুরবোর্ড গঠন হওয়ার পর থেকেই কাউন্সিলর এইসব করছেন"।
টুম্পা সামন্ত নামে এক মহিলার অভিযোগ তাঁকে দোকানঘর দেবে বলে দেড় লক্ষ টাকা নিয়েছিল মিঠু বলে একজন। কিন্তু দোকানঘরের জায়গা নিয়ে বিতর্ক তৈরি হতে তিনি এখন টাকা ফেরত চাইছেন।
সরকারি জমি দখল করে বিক্রি করার এই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে সোনারপুরে। তৃণমূলের স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম কার্যত অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছেন কেউ অন্যায় করলে আইন আইনের পথে চলবে। কে কোন দলের নেতা তা দেখা হবে না।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর। বিভাস মুখোপাধ্যায়ের দাবি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তিনি একে ষড়যন্ত্র বলেও দাবি করেন।
কুঁড়ি থেকে তিন দিনেই পরিণত হচ্ছে কাঁচালঙ্কা! দেদার রাসায়নিক স্প্রে ডাকছে বিপদ